আর্ট গ্যালারিতে শিল্পী সৌমিত্র চট্রোপাধ্যায়ের মোমের মূর্তি

পশ্চিম বর্ধমান :- আসানসোলের বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে ওয়াক্স মূর্তির এগজিবিশনের উদ্বোধন হয় গত শনিবার । সেই এগজিবিশনে আসানসোলের শিল্পী সুশান্ত রায় কৃত প্রয়াত শিল্পী সৌমিত্র চট্রোপাধ্যায়ের মোমের মূর্তি আলোড়ন তৈরি করেছে ইতিমধ্যে। তাঁর এই পরিকল্পনা যথেষ্ট স্কীকৃতি ও সম্মান অর্জন করেছে। এই মূর্তি তৈরি হয়ে ওঠার নেপথ্য কাহিনী বলেছেন শিল্পী সুশান্ত রায়। তাঁর অপরিবর্তিত ভাষায়-” সৌমিত্র চট্রোপাধ্যায়ের মাপ নিয়ে রেখেছিলাম ৫ বছর আগে। কিন্তু কাজের ব্যস্ততায় তাঁর জীবিত অবস্থায় মোমের মূর্তিটি তৈরি করতে পারলাম না।তিনি মারা যাওয়ার পর মূর্তির কাজ শুরু করি।” শিল্পীর দাবি, স্থায়ী ওয়াক্স মিউজিয়াম থাকলে ও রাজ্যে এই প্রথম এই ধরনের এগজিবিশন হল।