মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আবারো সোচ্চার বিজেপির মহিলা মোর্চা

বাদশা সেখ, পূর্বস্থলী ঃ- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবারো সোচ্চার বিজেপির মহিলা মোর্চা। এবার ” আর নয় অসুরক্ষিত মহিলা”  এই স্স্লোগান কে সামনে রেখে বিজেপির ২৬৮ পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার ৩৭ নম্বর মন্ডলের নশরতপুরে অনুষ্ঠিত হলো এক ধর্নামঞ্চ । এই উপস্থিত ছিলেন মহিলা মোর্চার সভাপতি চন্দনা বসাক,৩৭ নং মন্ডল সভাপতি বিপ্লব বসাক, বিধান ঘোষ সহ এলাকার সমস্ত বিজেপি মহিলা কর্মী বৃন্দ । এছাড়াও বিজেপির একাধিক পদে থাকা ব্যক্তিত্ব  বর্গের উপস্থিতিও ছিল চোখে পরার মতো ।