মলয় দে, নদীয়া, ১৯ ডিসেম্বর :-আজ সকালে সাইকেল পিওর ধূপকাঠি ও স্যানিটাইজার প্রস্তুতকারী সংস্থার তরফ থেকে কৃষ্ণনগর পৌরসভার সমস্ত সাফাইকর্মীদের হাতে প্রায় পাঁচশো পিস স্যানিটাইজার বোতল তুলে দেওয়া হয়।
এবিষয়ে কৃষ্ণনগর পৌরসভা তৃণমূল ট্রেড ইউনিয়নের সম্পাদক রাজকুমার দাস বলেন স্যানিটাইজার প্রদানকারী সংস্থাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য।সংস্থার তরফে দুর্গাদাস চৌধুরী বলেন আমাদের সাইকেল আগরবাতি সংস্থার তরফ থেকে সারাদেশে সাফাইকর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এই ধরনের কর্মসূচি চলছে,কৃষ্ণনগর পৌরসভা কে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কাজে সহযোগিতা করার জন্য।
সাইকেল আগরবাতি সংস্থার তরফ থেকে রমাপ্রসাদ ভট্টাচার্য জানান প্রত্যেক বছর প্রত্যেক সময়ই আমাদের কোম্পানি সমাজসেবামূলক বিভিন্ন কাজ করে থাকে,লকডাউনের সময় আমাদের কোম্পানি বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করেছে, বর্তমানে করোনা অতিমারিতে যারা সামনের সারিতে থেকে লড়াই করছেন তাদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে কোম্পানির এই প্রয়াস।