বাঁকুড়া বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান তৃণমূল দল থেকে পদত্যাগ

নরেশ ভকত, বাঁকুড়া, ১৮ ডিসেম্বর : তৃণমূলের বাঁকুড়া জেলা সহ সভাপতি তথা বিষ্ণুপুর পুরসভার ৩৫ বছরের চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, শুভেন্দু অধিকারীকে নিজের রাজনৈতিক অভিভাবক জানিয়ে তৃণমূল দল থেকে পদত্যাগ করলেন।শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় সহ জয়দীপ দাস,সুদীপ সেন, মানস বিশ্বাস সহ চার জনের পদত্যাগ গ্রহণ করল জেলা তৃণমূল। আজ বাঁকুড়া তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে তৃণমূল জেলা সভাপতি শ্যামল সাঁতরা জানান, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ায় তৃণমূলের কোন প্রভাব পরবে না।তবে বিষ্ণুপুরের মানুষ ভালো থাকবেন। তিনি আরও বলেন, তারা যদি বিজেপিতে যান তা হলে বিজেপি দলটি উঠে যাবে।