মালদা, কুঞ্জ শর্মা, ১৮ ডিসেম্বর : পুরাতন মালদায় “আর নয় অন্যায়” অভিযান বিজেপির।গতকাল সন্ধ্যায় “আর নয় অন্যায়” অভিযানের মধ্য দিয়ে একটি পথ সভার আয়োজন করা হয় পুরাতন মালদা সাহাপুর অঞ্চল এলাকায়। এই সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নিতাই মন্ডল মহাশয় এছাড়াও সাহাপুর অঞ্চলের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ উপস্থিত ছিলেন আরো অনেক বিজেপি নেতারা। তাঁদের সবার বক্তব্যের মধ্য দিয়ে তৃণমূলের উৎখাত করার কথা স্পষ্ট বলা হয়। এছাড়াও আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ভালো ফলাফল করবে আশাবাদী বিজেপি সমর্থকরা ।দলের নেতা নিতাই মন্ডল জানান এই ধরণের সভা আগামী বিধানসভা ভোট পর্যন্ত চলবে।