মানুষ বলছে পরিবর্তন নয়, পরিত্রাণ চাই, কটাক্ষ দিলীপের

 

নিউজ ডেস্ক ঃ-  ক্রমাগত জমি হারাচ্ছে তৃণমূল , বারবার প্রকাশ্যে শাসক দলের ভাঙন । বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তি বর্গ এই নিয়ে কথা বলছেন। এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি। আবারো শাসক দলকে আক্রমন করলেন দিলীপ বাবু। আজ চায় পে চর্চা থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন যে, দিদিমণির হাতে থাকলে উনি বিধানসভা নির্বাচন করতেই দিতেন না। উনিই পার্মানেন্ট মুখ্যমন্ত্রী থাকতেন, কাউকে আসতে দিতেন না। পাশাপাশি রাজ্যের অবস্থা নিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গের অবস্থা ইরান, ইরাক, কাশ্মীরের মতো অবস্থা হয়ে গেছে। পশ্চিমবঙ্গে ভোট করার মতো পরিস্থিতি নেই। মানুষ এখন বলছে পরিবর্তন নয়, পরিত্রাণ চাই- এভাবেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দল কে আক্রমণ করেন তিনি ।

শুধু তাই নয়, দলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন যে  এতদিন কেউ মুখ খুলছিলেন না, এবার আস্তে আস্তে মুখ খুলছেন । প্রসঙ্গত শুভেন্দু অধিকারীর জল্পনায় অবসানের আগেই আবার শীলভদ্র দত্ত কে নিয়ে অস্বস্তি বাড়ছে তৃণমূলের। এবার তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের।