নরেশ ভকত, বাঁকুড়া, ১৫ ডিসেম্বর: পেশার ক্ষেত্রে সামাজিক দূরত্ব মানা সম্ভব নয় ক্ষৌরকারদের। তাই দীর্ঘ লকডাউনের সময় কর্মচ্যুত হয়ে ছিলেন তাঁরা। এখনো বাঁকুড়া জেলার বহু ক্ষৌরকার কর্মহীন হয়ে রয়েছেন। তাই এবার বাঁকুড়া জেলার নাপিত সমাজ রাজ্য সরকারের কাছে ‘নাপিত ভাতা’ চালু করার দাবি জানিয়ে বিষ্ণুপুরে জমায়েত করলেন।
মঙ্গলবার বিষ্ণুপুর শহরের বিবেকানন্দ শিশু নিকেতন স্কুলের সামনে জেলার ‘ক্ষৌরকার কল্যাণ সমিতি’র সদস্যরা জমায়েত হয়ে তাঁদের ওই দাবি তুলে ধরেন। পরে বিষ্ণুপুর সহ জেলার সব মহকুমাশাসকের কাছে তাঁদের দাবিপত্র পেশ করা হবে বলে জানান। বাঁকুড়া জেলা ক্ষৌরকার কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ দীপক বেজ বলেন ‘লকডাউনের সময় আমরা সবাই কাজ হারিয়েছি। আমাদের পেশায় সামাজিক দূরত্ব মেনে কাজ করা সম্ভব নয়। যাঁরা অন্যের দোকানে কর্মচারী হিসাবে কাজ করতেন তাঁরাও লকডাউন উঠে যাওয়ার পর আর কাজ পায়নি।
তাই সরকারের কাছে আমাদের আবেদন অবিলম্বে আমাদের জন্য নাপিত ভাতা চালু করা হোক। এছাড়া আমাদের স্বনির্ভরতার জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আমাদের পেশার সঙ্গে যুক্ত মানুষদের কারও আর্থিক অবস্থা ভালো নয়। তাই সরকারের কাছে আমাদের আবেদন দুর্ঘটনাকালীন সময়ে আবেদনের ভিত্তিতে আমাদের আর্থিক সাহায্য দেওয়া হোক। আপাতত এই ৩টি দাবি নিয়ে আমরা মহকুমাশাসকদের স্মারকলিপি দিচ্ছি। পরে আমরা গোটা রাজ্যের জেলাশাসকদের কাছে এই দাবিপত্র দেব। তাতেও কাজ না হলে সরাসরি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবিদাওয়া তুলে ধরব’।