কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র নিরাপত্তা বাড়ানো হল

বাড়ানো হল রাজ্যের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র নিরাপত্তা । সম্প্রতি ঘটে যাওয়া হামলার পরই এমন সিদ্ধান্ত গ্রহন।

প্রসঙ্গত আগামী বছরের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ পাওয়ার আগেই রাজ্য জুড়ে বাড়ছে রাজনৈতিক হিংসা-হানাহানি। নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় নেতাদের রাজ্যে আগমন নতুন কিছু নয় কিন্তু  গত বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘটে। সেই ঘটনা থেকে ‘শিক্ষা’ নিয়ে বাড়ানো হল রাজ্যের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র নিরাপত্তা।

ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেতেন কৈলাস বিজয়বর্গীয় । তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী, এবার থেকে তাঁর নিরাপত্তা বেড়ে হল জেড ক্যাটেগরির। এছাড়া কৈলাস বিজয়বর্গীয় জন্য বরাদ্দ হল বুলেট প্রুফ গাড়িও। এদিন এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে  বিজেপি নেতা কৈলাস  জি জানান, “এখনও পর্যন্ত দেখিনি। তবে শুনেছি।” এছাড়াও একইভাবে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতা। একের পর এক বিজেপি কর্মী খুন এবং হামলার ঘটনার প্রসঙ্গ তুলে ফের বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে সরব হন কৈলাস বিজয়বর্গীয়।