বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত তুলসিহাটা মস্তান মোড় এলাকা থেকে প্রচুর পরিমাণে দেশী ও বিদেশী মদ উদ্ধারের পাশাপাশি এক জনকে গ্রেফতার করে আদালতে তুললো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানাগেছে ধৃতের নাম
রাধে শ্যাম মহলদার(৩৮)।বাড়ি তুলসিহাটার মস্তান মোড় এলাকায়।
সূত্রের খবর লকডাউনে সম্পূর্ণ রূপে মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।এরই সুবাদে ধৃত তার বাড়িতে প্রচুর পরিমাণ মদ মজুদ করার পাশাপাশি তা চড়া দামে বিক্রি করছে।এদিকে এই ঘটনার খবর গোপন সূত্রে জানতে পারে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ধৃতের বাড়িতে অভিযান চালিয়ে মজুদ রাখা প্রচুর পরিমাণ দেশি ও বিদেশি মদ উদ্ধার করার পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
উদ্ধার হওয়া মদের বাজার মূল্য প্রায় ৩৭ হাজার টাকা।ফলে শুক্রবার সকালে ধৃতকে চাঁচল মহকুমা আদালতে তুলেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।