পুকুরে ভাসমান মৃতদেহ ঘিরে চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে

পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। খুন নাকি নিছক দুর্ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের দুর্লভ পাড়া এলাকায়। সূত্রের খবর, শ্যামনগর দুর্লভ পাড়ার একটি পুকুরে হঠাৎ মৃতদেহটি ভাসতে দেখে এলাকার মানুষ।খবর জানাজানি হতেই এলাকার মানুষ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত ব্যক্তির নাম বৃন্দাবন মল্লিক। বয়স আনুমানিক পঞ্চান্ন বছর। পরিবারের দাবি প্রতিদিনের মতো সে পুকুরে স্নান করতে গিয়েছিল। এরপরে আর বাড়ি ফিরে আসেনি। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠিয়েছে। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল ময়না তদন্তের পরই তা স্পষ্ট হবে। ঘটনার জেরে শোকের ছায়া ওই এলাকায়।