নদীয়ার নৃসিংহপুর অঞ্চলে প্রায় 12 টি সর্টেক্সে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে প্রশাসনিক হস্তক্ষেপে মিললো সমাধানের সূত্র। গতকাল সর্টেক্স মালিকপক্ষ এবং ধান ব্যবসায়ী সমিতি এবং কুটিয়ালদের মধ্যে ত্রিপাক্ষিক এক বৈঠকে সিদ্ধান্ত হয় আপাতত, করোনা পরিস্থিতির কারণে আগামী কাল থেকে পুরাতন রেটিং অর্থাৎ 40 টাকা প্রতি কুইন্টাল হিসাবে খোলা রাখতে হবে সমস্ত সর্টেক্স । আজ সকাল থেকেই লক্ষ্য করা গেছে, পুরাতন রেটেই সমস্ত ধান ব্যবসায়ীরা সর্টেক্সে নিজেদের কাজে সাবলীল রয়েছেন। কুটিয়াল এবং ধান ব্যবসায়ীদের পক্ষ থেকে সর্টেক্স মালিকদের প্রতি ধন্যবাদ জানানো হয়। স্বভাবতই ওই অঞ্চলসহ জেলার বিভিন্ন প্রান্তের ধান-চালের সাথে জড়িত ব্যবসায়ী কৃষক এবং সাধারণ ক্রেতারা দুশ্চিন্তামুক্ত হলো।
তবে সর্টেক্স মালিকদের বিষয়টিতে আমাদের আগামীতে গুরুত্ব দিয়ে দেখবে তার জন্য একটি কমিটি গঠিত হয়েছে।