মালগাড়ির হর্নের শব্দ কানে গেল না রেললাইনে কানে হেডফোন দিয়ে বসা দুই যুবকের, ইঞ্জিনের ধাক্কায় মৃত দুজনেই

দুইবন্ধু একসাথে রেললাইনে বসে কানে হেডফোন দেওয়া অবস্থায় মোবাইল গেমে মগ্ন ছিল দুই যুবক। পেছন থেকে মালগাড়ির ইঞ্জিন হর্ন দিলেও শুনতে পাননি তারা তাই রেললাইন থেকে সরতেও পারেননি তারা। শেষমেষ ওই মাল গাড়ির ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু হল দুই বন্ধুর।তাদের বাড়ি ধানতলা থানার পাঁচবেরিয়য়া রাজাপুর এলাকায়।রানাঘাট জিআরপি মৃতদেহ উদ্ধারকরে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।তাদের নাম আরিফুল শেখ এবং বাপ্পারাজ মন্ডল। একজনের 25 বছর বয়স অন্যজনের 23। সারাক্ষণ স্টেশনে ঘোষণার মাইকে রেল পারাপার সম্পর্কে সচেতন বার্তা প্রচারিত হলেও, কানে হেডফোন দিয়ে রাখা অনেকেই শুনতে পান না, কেউবা প্রতিনিয়ত শুনতে শুনতে গুরুত্ব দিয়ে মেনে চলেন না বিষয়টি! আর তারই ফলে ঘটে নানান দুর্ঘটনা!