করিমপুর বিধানসভায় কেন্দ্রীয় কৃষি বিলের প্রতিবাদে, সরব দুই বিধায়ক সহ সমগ্র তৃণমূল

কেন্দ্রীয় কৃষি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো করিমপুর বাস স্ট্যান্ড উপস্থিত ছিলেন বিধায়ক বিমলেন্দু সিংহ রায় করিমপুর 1 নম্বর ব্লক সভাপতি তরুণ সাহা দু’নম্বর ব্লক সভাপতি রাজু মল্লিক অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস সাহা, জুলফিকার আলি খান মাইনোরিটি সেল কৃষ্ণনগর জেলার যুব সভাপতি জয়ন্ত সাহা করিমপুরের 14 টি অঞ্চলের সভাপতি ও অন্যান্য তৃণমূল কর্মী বর্গ। প্রত্যেকের মুখে উঠে আসলো, কৃষকদের সাথে আলোচনা করেই ঠাণ্ডা ঘরে বসে কৃষক বিল রূপায়নের, ঘৃণ্য চক্রান্তর কথা। এদিনের প্রতিবাদ সভায় কৃষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।