যাত্রীবাহী বাসের সাথে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ নদীয়ার শান্তিপুরে

ডাম্পার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত বেশ কয়েকজন বাস যাত্রী। ঘটনাটি শান্তিপুর ফুলিয়া 34 নম্বর জাতীয় সড়কে স্থানীয় সূত্রে জানা যায় ডাম্পার ও যাত্রীবাহী বাস 34 নম্বর জাতীয় সড়কে একে অপরের দিক দিয়ে আসছিল। হঠাৎই ওই ডাম্পারের ব্রেক ফেল হয়ে যায় এরপর সজোরে ধাক্কা মারে ওই যাত্রীবাহী বাসের সঙ্গে। ঘটনাস্থলে বেশ কয়েকজন বাস যাত্রী আহত হয় বলে জানা যায়, তাদের প্রত্যেককেই ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনা ঘটার পরেই এলাকার স্থানীয় লোকজন ছুটে আসলে ওই ঘাতক ডাম্পার লরিটি পালিয়ে যাই। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে বলে জানায় এলাকার লোকজন। এছাড়াও শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ঘাতক ডাম্পার লরি টির নাম্বার জানার চেষ্টা করেন প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে।