হারমোনিকা কনসার্টে প্রখ্যাত শিল্পী ড. ববিতা বসু নদীয়ার শান্তিপুরে ঐকতান এর বর্ষবরণে

নববর্ষের প্রথম দিন নদীয়ার শান্তিপুরে শান্তিপুর ঐক্যতান হারমোনিকা একাডেমীর উদ্যোগে অনুষ্ঠিত হলো হারমোনিকা কনসার্ট ৷ ঐ কনসার্টে অংশগ্রহন করেন দক্ষিন এশিয়ার প্রথম মহিলা হালমোনিকা শিল্পী ড. ববিতা বসু এবং তাঁর ছাত্র প্রখ্যাত হারমোনিকা শিল্পী গৌরব দাস ৷ শান্তিপুর ঐক্যতান হারমোনিকা একাডেমীর শিক্ষক শাওন পাল জানান যে, তাঁর বহুদিনের ইচ্ছা ছিলো ড. ববিতা বসুকে শান্তিপুরে নিয়ে এসে প্রোগাম করানো এবং তাঁরা শুধু মাত্র হারমোনিকা বা মাউথ অরগান নিয়ে যে একাডেমী খুলে আগামী প্রজন্মের জন্য নতুন ছাত্র-ছাত্রী তৈরী করার উদ্যোগ নিয়েছেন সেটি সঠিক পথে চলছে কিনা তা দেখানো ৷ অবশেষে তাঁর দীর্ঘদিনের স্বপ্ন সফল হয়েছে ৷ শান্তিপুরে এসে শাওন পাল-দের প্রচেষ্টা দেখে আপ্লুত হয়ে পড়েন প্রখ্যাত শিল্পী ড. বসু ৷ ড. বসু আমাদের ক্যামেরার সামনে জানায়েছেন যে, তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ছিলো হারমোনিকা নিয়ে একটি প্রতিষ্ঠান গড়ার ৷ মাউথ অরগান মূলত বিপ্লবীদের বাদ্য যন্ত্র ৷ তবে আমাদের এখানে বাদ্য যন্ত্রের মূল্য তেমন না থাকলেও বিদেশে এর কদর আছে ৷ তাই আমাদের দেশে এ বিষয়ে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি তিনি এখান শিল্পীদের বিদেশে নিয়ে যেতে চান যথার্থ শিক্ষা অর্জন করার পর ৷ এদিন ড. ববিতা বসু ছাড়াও গৌরব দাস, শাওন, অদ্রীশ, জুঁই, সৌপর্ন সহ হারমোনিকা একাডেমীর অন্যান্য শিল্পীরা মাঈথ অরগান বাজিয়ে দর্শকদের মুগ্ধ করে ৷ শান্তিপুরের চাকফেরা নাটমন্দিরে বাড়িতে, গতকালকের বর্ষবরণ অনুষ্ঠানে, হারমোনিকা কনসার্ট থেকে অনেকেই অনুপ্রাণিত হয়েছে বলেই দাবি করেন উদ্যোক্তারা।