নদীয়া চাপড়া ভোট কাটাকাটির সমীকরণে আশাবাদী আইএসএফ প্রার্থী কাঞ্চন মৈত্র

ISF বাম কংগ্রেস দলের সংযুক্ত মোর্চা জোট প্রার্থী কাঞ্চন মৈত্র সমর্থনে চাপড়া বিডিও অফিস থেকে মিছিল, করতে দেখা যায় কর্মী-সমর্থকদের। তৃণমূল প্রার্থী রূকবানু রহমান এবং নির্দল প্রার্থী জেবের শেখের ভোট কাটাকাটির সমীকরণে, এবং প্রচুর আই এস এফ কর্মী এবং কংগ্রেস ও সিপিএম এর সক্রিয় সহযোগিতায় তারাও জেতার ব্যাপারে এখন পর্যন্ত 100% নিশ্চিত। এদিনের সদস্যদের উপস্থিতি এবং উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো।