কিভাবে তৈরি হবে সোনার বাংলা! সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানালেন

বিজেপি ক্ষমতায় আসলে সর্বপ্রথম সমাজে শান্তির বাতাবরণ তৈরি করবে। পরবর্তীতে সেই শান্তির হাত ধরে আসবে সামাজিক সমৃদ্ধি, উন্নয়ন। আর সেই উন্নয়নের মধ্য দিয়েই সোনার বাংলা তৈরি করবে বিজেপি। বৃহস্পতিবার দুপুরে নদীয়ার কৃষ্ণনগরে জেলা বিজেপির দলীয় মুখ্য কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে কথাই বললেন বিজেপি রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার।এছাড়াও ক্ষমতায় এলে বিজেপি বেকার শিক্ষিত যুব সমাজের কর্মসংস্থানের পাশাপাশি যুবক-যুবতীরা যাতে নিজেকে প্রতিষ্ঠিত করে অন্য বেকারদের কাজের সুযোগ করে দিতে পারে অর্থাৎ কর্মদাতা হতে পারে সেই দিকে নজর দেবে বিজেপি।বর্তমানে রাজনৈতিক মঞ্চ ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের দ্বারা ভাষার অপব্যবহার এর বিষয়ে ও এই দিন সোচ্চার হতে দেখা যায় জয়প্রকাশ বাবুকে। দীর্ঘ ৩৪ বছরের বাম আমলে বন্ধ হয়ে যাওয়া রাজ্যের শিল্প-কারখানা গুলিকে পুনরায় পুনর্জীবিত করে তোলার পাশাপাশি সেইসব জমি গুলিকে ল্যান্ড ব্যাংকের মাধ্যমে সংরক্ষণ করে তাতে নতুন শিল্পায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন প্রধান বিরোধী দল নেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ২০২১ সালে তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার পর বাংলার মাটিতে একটিও শিল্প করতে পারেনি। শিল্প সমৃদ্ধির পরিবর্তে সেইসব জমি গুলিতেঅবৈধ ভাবে প্রোমোটিং রাজ তৈরি করেছে তৃণমূল বলে এই দিন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কার্যত এক হাত নিলেন বিজেপির রাজ্যে সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার।