নদিয়া শান্তিপুরে পারিবারিক জমি বিবাদের বৌমার হাতে নিগৃহীতা বৃদ্ধা শাশুড়ি

পারিবারিক জমি বিবাদের জেরে বৌমার হাতে আক্রান্ত হল 65 বছরের বৃদ্ধা শাশুড়ি। ঘটনাটি শান্তিপুর ব্লকের ফলিয়া অঞ্চলের সবুজ পল্লী এলাকায়। অভিযোগ বেশ কয়েক মাস ধরে সবুজ পল্লী এলাকার 65 বছরের বৃদ্ধা কহিনী মজুমদারের ছেলের বউ নিজের নামে সম্পত্তি লিখে দেওয়ার চাপ দেয়, শাশুড়ি কহিনী মজুমদার রাজি না হওয়ায় বেশ কিছুদিন যাবৎ ধরেই সংসারে অশান্তি শুরু হয়। শাশুড়িকে বারবার চাপ দেওয়া তে শাশুড়ি আবারো রাজি না হওয়ায় গত 7 দিন আগে বৌমা শাশুড়ি কে মারধর করে বলে অভিযোগ। এরপর শাশুড়ি প্রতিবাদ করায় রবিবার সকালে অশান্তি আরো চরমে ওঠে তারপরেই ধারালো অস্ত্র দিয়ে 65 বছরের বৃদ্ধা শাশুড়িকে বৌমা আঘাত করে বলে অভিযোগ এছাড়াও শরীরের অন্যান্য অংশে আঘাত করা হয়। এ বিষয়ে ওই 65 বছরের বৃদ্ধার মেয়ে জানান এর আগেও সম্পত্তি নিয়ে তার বৌদি অশান্তি করে মায়ের সাথে মা চোখে কম দেখে তাই সংসারের যাবতীয় কাজ সেই অর্থে করে উঠতে পারে না। বারংবার দাদাকে বল সত্বেও দাদাও বৌদিকে ভয় পায় সেই কারণেই কোনদিন প্রতিবাদ করেনি দাদা আজ সকালে জানতে পারি বৌদি ধারালো অস্ত্র দিয়ে মায়ের হাতে আঘাত করেছে। রবিবার এই পুরো ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানা দ্বারস্থ হল ওই 65 বছরের বৃদ্ধা এছাড়াও একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। ওই বৃদ্ধা জানান এর আগেও বহুবার জায়গা জমি নিয়ে অশান্তি করে তাকে মারধর করে বৌমা এছাড়াও জমি লিখিয়ে না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।