আবারো নবদ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু গৃহবধূর

আবারো নদিয়ার নবদ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ নেহেরু নগর কোলোনি এলাকায়। জানা যায়, মৃত গৃহবধূর নাম পায়েল রায়, ১৯ বছর বয়স। মৃতের স্বামী জানায়, আজ সকালে একটি বিশেষ কাজে নবদ্বীপ স্বরুপগঞ্জ বাজারে গেছিলাম। হঠাৎই প্রতিবেশীর কাছ থেকে বাড়ির বিপদের ফোন পেয়ে বাড়িতে এসে দেখি ঘরের মেঝেতে পড়ে রয়েছে স্ত্রী পায়েল। পায়েলের গায়ে হাত দিতেই আমার গায়ে বিদ্যুতের ঝটকা লাগে। সঙ্গে সঙ্গে বাড়ির মেইন সুইচ বন্ধ করে মেঝে থেকে পায়েল কে তুলে সঙ্গে সঙ্গে নিয়ে যাই নবদ্বীপ মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়েই নবদ্বীপ থানার পুলিশ হাসপাতাল থেকে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে। তবে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।