এক ব্যবসায়ীর ছেলে বাড়ির সামনে থেকে নিখোঁজ থাকার পর প্রায় ১২ ঘণ্টার মাথায় বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে দেহ উদ্ধার।।

এক ব্যবসায়ীর ছেলে বাড়ির সামনে থেকে নিখোঁজ থাকার পর প্রায় ১২ ঘণ্টার মাথায় বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে দেহ উদ্ধার।।

ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মোথাবাড়ি থানার অন্তর্গত গঙ্গা প্রসাদ উপর পাড়া গ্রামে।।
নিখোজ শিশুর নাম তহাসিন বয়স প্রায় দুই বছর আট মাস। বাবা আব্দুল জাব্বার ।।

পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার আনুমানিক পৌনে পাঁচটা নাগাদ তার মায়ের কাছে ছিল, কিন্তু হঠাৎই পাঁচটা নাগাদ কাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এমনটাই পরিবারের দাবি।। পাঁচটা থেকে খোঁজাখুঁজি শুরু করে ওই পরিবার।। ঘন্টাখানিক খোঁজাখুঁজি করে না পেয়ে মোথাবাড়ি থানাতে পুলিশে অভিযোগ করেন ওই পরিবার।। ঘটনায় খবর পেয়ে ছুটে আসে মোথাবাড়ি থানার পুলিশ এবং পুলিশ চারিদিকে চিরুনি তল্লাশি শুরু করে ।। সারা রাত ধরেই চলেই তল্লাশি অভিযান ।
তবে নিখোঁজ শিশুর বাবা ও তার পরিবার জানিয়েছেন সারারাত খোঁজাখুঁজির পর শেষমেষ বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে ওই নিঁখোজ শিশুর দেহ উদ্ধার হয়েছে ।।
পরে মোথাবাড়ি থানার পুলিশ নিখোঁজ শিশুর দেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার আসল কারণ জানতে তদন্ত শুরু করেছে।।