এসআইআর ফর্ম নিয়ে লেখালেখির জন্য জমা দিয়েছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যকে। তবে তার আগে খুনের একটি মামলায় রাতে আচমকাই পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল পঞ্চায়েত সদস্যকে। এরপর পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সোমবার সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল মালদহের ইংরেজ বাজার থানার লক্ষীপুর এলাকায়। উল্লেখ্য গত তিন মাস আগে এক তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় গ্রেফতার করা হয় স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত সদস্যকে। এরপর এদিন রাতে সেই মামলায় আবার সেই এলাকার পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করা হয়। এরই প্রতিবাদে এদিন মালদহ মানিকচক জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। জানা গিয়েছে ধৃত ওই পঞ্চায়েত সদস্যের নাম জাকির হোসেন।

