মাত্র দু বছরে সাড়ে ছয়শোরও বেশি, কৃতি মানুষকে সংবর্ধনা জেনারেল অ্যাচিভারের!
নদীয়া সাহিত্য ও সংস্কৃতি উৎসব ২০২৫ অনুষ্ঠিত হলো পাবলিক লাইব্রেরী হলে এলেন বহু বিশিষ্টজন
মলয় দে নদীয়া:-
শান্তিপুর জেনারেশন অচিভার পরিবারের পক্ষ থেকে শান্তিপুর পাবলিক লাইব্রেরী হলে আয়োজন করা হলো নদীয়া সাহিত্য ও সংস্কৃতি উৎসব ২০২৫ এর। এই উৎসব চলবে ৯, ১০ ও ১৪ই আগষ্ট। এই উৎসবের মূল উদ্দেশ্য হলো জেলা রাজ্য তথা দেশ এবং দেশের বাইরেও যে সমস্ত সম্মানীয় মানুষেরা আছে কিংবা যারা সমাজের জন্য কখনো কোনভাবে কিছু করেছেন তাদেরকে সম্মান জ্ঞাপন করা। মাত্র 2 বছরে প্রায় ৬৫০ জন ব্যক্তিকে এই উৎসবের মাধ্যমে সম্মান জানানো হবে। এনাদের মধ্যে রয়েছেন অনেকে কবি-সাহিত্যিক কিংবা লেখক কিংবা সংস্কৃতিক অন্যান্য কালচার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এছাড়াও সমাজের বিভিন্ন পেশার মানুষেরাও।
উদ্যোক্তারা জানান, সম্মান এমন একটা জিনিস যা পাওয়ার পর মানুষ আরো দায়িত্বশীল হয়ে ওঠেন। প্রতিনিয়ত তাকে ভাবায় তাকে সমাজের জন্য আরও বড় কিছু করতে হবে কারণ এই সম্মান দেওয়ার ফলে সমাজ তাকে দায়িত্ব বাড়িয়ে দেয়। সেই কারণে আমরা অনেক সময় এমন লোকদেরও সম্মান জ্ঞাপন করে থাকি যারা হয়তো সম্মান পাওয়ার ততটা যোগ্য নয় কিন্তু ভবিষ্যতের দিকে তাকিয়ে তারা যাতে সমাজের প্রতি দায়বদ্ধতা আরও দেখাতে পারেন সেই কারণেই তাদেরকে আমরা এই সম্মানে ভূষিত করি।
ইতিমধ্যেই প্রথম দুদিনেই বেশ কয়েকশো লোককে সম্মান জ্ঞাপন করা হয়ে গিয়েছে আগামী দিনে ও আরো বেশ কিছু সংখ্যক লোককে এই সম্মানে ভূষিত করা হবে বলে জানা গিয়েছে সংস্থার পক্ষ থেকে।