সারা রাজ্যের পাশাপাশি নদীয়ার মায়াপুর ইসকন মন্দিরে মহাসমার হয়ে পালিত হচ্ছে রাধাকৃষ্ণের ঝুলন উৎসব। দিস বিদেশের বহু ভক্ত মায়াপুর ইসকনের উপস্থিত হয়ে রাধাকৃষ্ণের ঝুলন উৎসব চাক্ষুস করছেন। বিষয়ে ইসকনের জনসংযোগ আধিকারিক জানান উৎসব উপলক্ষে বিশেষ উদারচনা মঙ্গল আরতি এবং ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।