সীমান্তবর্তী এলাকায় মহিলা খুনের ঘটনায় পুলিশের জালে গ্রেফতার মূল অভিযুক্ত
নদীয়ার সীমান্তবর্তী এলাকায় মহিলা খুনের ঘটনায় কিনারা খুঁজে বের করল পুলিশ। ২৪ ঘন্টার মধ্যে পুলিশের জালে গ্রেফতার মূল অভিযুক্ত। উল্লেখ্য গতকাল নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তের কৃষ্ণগঞ্জের মাজদিয়ার টুঙ্গী এলাকায় এক মহিলার ক্ষত-বিক্ষত মৃতদেহ পড়ে থাকে একটি পাট খেতে। মহিলার শরীরে একাধিক ছুরির আঘাত ছিল, পুলিশের প্রাথমিক অনুমান ওই মহিলাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে সীমান্তবর্তী এলাকার মানুষ, এরপরেই শুরু হয় তদন্ত। পুলিশ সূত্রে জানা যায়, খুনের ঘটনার কুলকিনারা খুঁজে বের করতে অভিযান চালায় পুলিশ। সোমবার বানপুরের প্রভাত ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে। সেই মতো অভিযুক্তকে আজ তোলা হয় কৃষ্ণনগর দায়রা আদালতে