দক্ষিণ দিনাজপুর পতঞ্জলি যোগ সমিতি – র পরিচালনায় ও ব্যবস্থাপনায় শুরু হলো একমাসব্যাপী “সহ যোগ শিক্ষক প্রশিক্ষণ শিবির

দক্ষিণ দিনাজপুর পতঞ্জলি যোগ সমিতি – র পরিচালনায় ও ব্যবস্থাপনায় শুরু হলো একমাসব্যাপী “সহ যোগ শিক্ষক প্রশিক্ষণ শিবির” :-

দক্ষিণ দিনাজপুর পতঞ্জলি যোগ সমিতি – র পরিচালনায় ও ব্যবস্থাপনায় প্রতিবছরের মতো এবছরও বালুরঘাট বুড়াকালী মাতা মন্দিরে ছাব্বিশে মে সোমবার সকালে একমাসব্যাপী “সহ যোগ শিক্ষক প্রশিক্ষণ শিবির” শুরু হলো। প্রায় একশো জন প্রশিক্ষণার্থী এই একমাসব্যাপী “সহ যোগ শিক্ষক প্রশিক্ষণ শিবির” – এ অংশগ্রহণ করেছে। পতঞ্জলি যোগ সমিতি – র ভাইবোনদের উপস্থিতিতে হবন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা হয়।

বাইট :- ভারত স্বাভিমান ট্রাস্ট – এর দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি গৌরীশঙ্কর আগরওয়াল।