ধাত্রীগ্রাম তাঁত কাপড় হাটের বিল্ডিং এ ধাত্রীগ্রাম পুলিশ ফাঁড়ির শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শনিবার সন্ধ্যা। এই উদ্বোধনের আনুষ্ঠানিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুপার সায়ক দাস, জেলা শাসক আয়েশা রানী এ, কালনার SDPO রাকেশ চৌধুরী, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, সহ বিশিষ্টজনেরা। দীর্ঘদিন ধরেই এই এলাকার মানুষদের দাবি ছিল এলাকায় একটি থানার, এখন এলাকার মানুষের দাবি মেনে শনিবার ধাত্রীগ্রাম ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এদিন শনিবার সন্ধ্যে সাতটা নাগাদ পুলিশ সুপার শায়ক দাস তিনি বলেন, এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে অস্থায়ীভাবে এই পুলিশ ফাঁড়িটি এই এলাকায় শুরু হলো, আগামী দিনে জায়গা পেলে সেই জায়গায় বড় করে ফাঁড়ি গড়ে তোলা হবে। এই এলাকার মানুষদের অনেকটা দূরে কালনা থানায় যেতে হতো বর্তমানে এখান থেকেই সমস্ত সুরাহা হবে মনে করছেন সকলে