মালদা, ২০ জানুয়ারি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা বিভিন্ন বই পাঠকদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করলো মালদা জেলা বইমেলা কমিটি কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট বইমেলার যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ দাসের উদ্যোগে মূলত মুখ্যমন্ত্রীর লেখা বই মেলার শুরু থেকেই নিয়মিত পাঠকদের তুলে দেওয়া হয়েছে। বইমেলা শুরু থেকেই মুখ্যমন্ত্রীর হাতে লেখা নানান বই সংগ্রহ করার জন্য আগ্রহ ছিল অনেক বইপ্রেমী মানুষদের। সোমবার বইমেলার শেষ দিনে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর লেখা বই অসংখ্য বই প্রেমী মানুষদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। এবারে মালদা কলেজ মাঠে ৩৬ তম মালদা জেলা বইমেলা অনুষ্ঠিত হয়।
মালদা জেলা বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ দাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা নামাঞ্জলি, পরিবর্তন-এর মতোন নানান বই বইমেলা শুরু থেকেই একটি স্টল তৈরি করে পাঠকদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রচুর মানুষ মুখ্যমন্ত্রীর লেখা বই নিতে ব্যাপক আগ্রহ প্রকাশ দেখিয়েছে। আমরা তাদের উচ্ছাসিত। বইমেলার সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে জেলা পুলিশ ও প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করেছে।