নিজস্ব প্রতিনিধি কল্যাণী সুবীর দাস।
দায়িত্ব পেয়ে প্রথম মিটিং কল্যাণী মেডিকেল কলেজে মহুয়া মিত্রের
নদীয়া জেলার কল্যাণী মেডিকেল কলেজের রুগী কল্যাণ সমিতির নতুন চেয়ারপার্সন এর দায়িত্ব পেলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। দায়িত্ব পাওয়ার পর শনিবার কল্যাণী মেডিকেল কলেজে কলেজের সকল আধিকারিকদের নিয়ে এবং হাসপাতালের সমগ্র সিনিয়র চিকিৎসক এবং আধিকারিকদের নিয়ে সঙ্গে রোগী কল্যাণ সমিতির সমগ্র সদস্যদের নিয়ে একটি আলোচনা সভা সারলেন তিনি। এই আলোচনা সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন হাসপাতাল এবং কলেজে সিকিউরিটির পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে তার জন্য যা যা করণীয় করা হবে। তিনি দায়িত্ব পাওয়ার পরে এই প্রথম মিটিংয়ে সমগ্র বিষয় নিয়ে একটি সুষ্ঠু আলোচনা হল। আগামী মিটিং এর আগেই সমগ্র সমস্যার সমাধান ও সমগ্র ব্যবস্থা হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন।