স্কুলছুট কমাতে এবার মাঠে ময়দানে মালদহ জেলা অবর বিদ্যালয় পরিদর্শক(প্রাইমারী)।

চাঁচল:০৩ জানুয়ারি

স্কুলছুট কমাতে এবার মাঠে ময়দানে মালদহ জেলা অবর বিদ্যালয় পরিদর্শক(প্রাইমারী)।শুক্রবার চাঁচল ১ ব্লকের পাকুরতলায় একটি ইটভাটায় সটান হাজির হন ডিআই।সন্তানদের যাতে স্কুলে পাঠান এনিয়ে সেখানে কর্তব্যরত শ্রমিক অভিভাবকদের সচেতন করা হয়।মূলত চাঁচল এলাকার মানুষ কৃষিজীবী ও শ্রমিজীবির উপর নির্ভরশীল।অনেকে সপরিবারে ভিনরাজ্যে কাজের খোঁজে ছুটেন।আবার কেউ আর্থিকভাবে পিছিয়ে পড়ার কারণে সন্তানকে স্কুলে পাঠাননা।এমনকি বাবা মা কাজে চলে যাওয়ায় সন্তানেরা স্কুল মুখী হননা গ্রামাঞ্চল এলাকায়।শিক্ষাঅর্জনে যাতে কেউ বাদ না পড়ে সেজন্যই আসরে নেমে
অভিভাবকদের সচেতন করছে ডিআই।
এদিন ডিআইের পাশাপাশি পরিদর্শনে ছিলেন স্কুল অ্যাসিসট্যান্ট ইন্সপেক্টর বন্দনা সরকার,বিপিএসসি ফিনান্স অফিসার দীপক রায় ও খরবা ১ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক (প্রাইমারী দেবোলিনা ধর।ইটভাটার পাশাপাশি বেশ কয়েকটি প্রাইমারি স্কুলে মিডডে মিলের খাবার ও পঠনপাঠনের মান যাচাইয়ে যান জেলা অবর বিদ্যালয় পরিদর্শক। আশাপুর শক্তিহার প্রাইমারী ছাত্রছাত্রীদের ক্লাস নেন তিনি।সেখানে পড়ুয়াদের উৎসার জোগাতে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ে কেক কাটা হয়।এবং পড়ুয়াদের হাতে কলম উপহার দেওয়া হয়