প্রান্তিক জেলা দক্ষিণ দিনাজপুরের ছেলে-মেয়েদের উচ্চশিক্ষার প্রসারের লক্ষ্যে দ্রুত দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস পরিকাঠামো গড়ে তোলার দাবিতে জেলাশাসককে প্রতিনিধিমূলক স্মারকলিপি প্রদান :-
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বহু প্রতিক্ষিত দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় ২০১৮ সালে ঘোষণা করলেও আজ অবধি নিজস্ব ক্যাম্পাস তৈরি হলো না। প্রান্তিক জেলা দক্ষিণ দিনাজপুরের ছেলে-মেয়েদের উচ্চশিক্ষার প্রসারের লক্ষ্যে দ্রুত পরিকাঠামো গড়ে তোলার দাবিতে ৩রা জানুয়ারি শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসককে প্রতিনিধিমূলক স্মারকলিপি প্রদান করা হলো। এই স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ নবকুমার দাস, বালুরঘাট কলেজের প্রাক্তন অধ্যক্ষ আশীষ দাস, পুরসভার প্রাক্তন চেয়ারম্যান হরিপদ সাহা, নাট্যকর্মী অজয়শঙ্কর ঘোষ, দঃ দিনাজপুর জার্নালিস্টস ক্লাব ও প্রেস ক্লাবের দুই সভাপতি যথাক্রমে শঙ্কর দাস ও প্রদীপ পাল এবং সাংবাদিক শঙ্কর রায়। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো দ্রুত গড়ে তোলার ব্যাপারে শীঘ্রই উচ্চশিক্ষা দপ্তরের সচিব ও ভারপ্রাপ্ত মন্ত্রীর সাথে কথা বলবেন বলে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক আশ্বাস দিয়েছেন।
বাইট :- শিক্ষাবিদ নবকুমার দাস