স্বামী মানসিক ভারসাম্যহীন। স্ত্রী জটিল রোগে আক্রান্ত।

হরিশ্চন্দ্রপুর : স্বামী মানসিক ভারসাম্যহীন। স্ত্রী জটিল রোগে আক্রান্ত।
পেটে হয়েছে টিউমার ও ঘা। লিভারেও দেখা দিয়েছে সমস্যা। অপারেশন প্রয়োজন। খরচ হবে প্রায় লক্ষাধিক টাকা। অর্থের অভাবে ছয় মাস ধরে শয্যাশায়ী বধূ। স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও মিলছে না চিকিৎসা বলে অভিযোগ পরিবারের। ভিক্ষাবৃত্তি করে অপারেশনের খরচ জোগাড় করছে পরিবারের লোকেরা। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশলপুর গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বধূ মেনকা বিবি (৩৬) ছয় মাস ধরে জটিল রোগে আক্রান্ত। পরিবারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। জরাজীর্ণ একটি কাচা ঘরে বসবাস। স্বামী মানসিক ভারসাম্যহীন। উপার্জন করতে পারে না। পরিবারে রয়েছে পাঁচ বছরের এক কন্যা। বাস্তুভিটা ছাড়া এক ছটাক জমি নেই। চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বধূ। স্থানীয় বাসিন্দা আবেশ আলি বলেন, চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করিয়েছি। সেখানকার কয়েকটি বেসরকারি নার্সিংহোমে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে অপারেশন করাতে নিয়ে যায়। কোনও নার্সিংহোম অপারেশন করাতে চাইছে না। এখন বাড়িতে রয়েছে। অপারেশন করাতে লক্ষাধিক টাকার প্রয়োজন। এতো টাকা যোগাড় করা পরিবারের পক্ষে সম্ভব নয়। অপারেশনের খরচ জোগাড় করতে দুয়ারে দুয়ারে ঘুরছে পরিবার। সরকারি সাহায্যের আশায় রয়েছে পরিবার। স্থানীয় পঞ্চায়েত সদস্য টিপু সুলতান বলেন, পরিবারটি অত্যন্ত দরিদ্র। রেশনের চাল দিয়ে চলে সংসার। গ্রামবাসীরা অর্থ সাহায্য করছে পরিবারটিকে। সরকারিভাবে অপারেশনের দাবি করছি