মাসের পর মাস ধরে পঞ্চায়েত অফিসে দেখা নেই সহায়কের।

হরিশ্চন্দ্রপুর,২৮ ডিসেম্বর : মাসের পর মাস ধরে পঞ্চায়েত অফিসে দেখা নেই সহায়কের। ফলে জন্ম-মৃত্যুর শংসাপত্র তুলতে এসে ঘুরে যেতে হচ্ছে মানুষকে। চরম হয়রান হচ্ছেন সাধারণ মানুষ। পঞ্চায়েত প্রধানকে বলেও কোনও সুরাহা হচ্ছে না। এমনটাই অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বাম কংগ্রেস জোট পরিচালিত মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সহায়ক প্রসেনজিৎ মণ্ডলের বিরুদ্ধে। আরেক পঞ্চায়েত কর্মী নিয়মিত অফিস আসেন না বলে অভিযোগ। শুক্রবার দুপুরে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ভুক্তভোগীরা। তিন ঘণ্টা ধরে পঞ্চায়েত কর্মীদের আটকে রাখেন বিক্ষুব্ধরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। এরপর পুলিসের কথাতে তালা খুলেন বিক্ষোভকারীরা।বিক্ষোভকারীদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের সহায়ক অফিসে নিয়মিত আসেন না। সপ্তাহে একদিন এলে পাঁচদিন গরহাজির থাকেন। পঞ্চায়েত এলাকার বাসিন্দারা জন্ম-মৃত্যু শংসাপত্র নিতে এসে সহায়কের দেখা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। আবার কোনওদিন ঘণ্টার পর ঘণ্টা অফিসের বাইরে বসে থাকতে হয়।