স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে

স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে

মলয় দে নদীয়া:-
স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। ঘটনায় ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মৃতের পরিবার। সূত্রের খবর, ধানতলা থানার কুসবেরিয়ার বাসিন্দা দীপা সিকদারের গত 11 বছর আগে বিয়ে হয় বঙ্কিমনগর এলাকার বাসিন্দা পেশায় কোয়াক ডাক্তার বিপুল সিকদারের। অভিযোগ, গত প্রায় 5 বছর ধরে কর্মসূত্রে উত্তর প্রদেশের প্রয়াগরাজ এলাকায় থাকতেন ওই সিকদার দম্পতি। অভিযোগ, শুক্রবার ভোরে শ্বশুর বাড়িতে জামাই ফোন করে খবর দেয় গলায় ফাঁস দিয়ে আত্মীঘাতি হয়েছে ওই গৃহবধূ। অভিযোগ, এর পরই সকাল 8 টা নাগাদ ওই গৃহবধূর বাপের বাড়ির লোক জানতে পারে তাদের মেয়ের সৎকার করা হয়েগেছে। এর পর থেকে আর জামাই এর সাথে যোগাযোগ করতে পারেনি মেয়ের বাপের বাড়ির সদস্যরা। মৃতার বাবার বাড়ির লোকেদের অভিযোগ, শ্বাসরোধ করে মেয়েকে খুন করে প্রমান লোপাটের জন্য তড়িঘড়ি ময়নাতদন্ত না করিয়েই দেহ দাহ করা হয়েছে। ঘটনায় শনিবার ধানতলা থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা।