জাতীয় সড়ক এড়িয়ে বিকল্প রাজ্য সড়কের বেহাল দশা নিয়ে উদাসীন প্রশাসন, মরণফাঁদ নিয়ে ক্ষোভ এলাকাবাসীর

জাতীয় সড়ক এড়িয়ে বিকল্প রাজ্য সড়কের বেহাল দশা নিয়ে উদাসীন প্রশাসন, মরণফাঁদ নিয়ে ক্ষোভ এলাকাবাসীর

মলয় দে নদীয়া :-
নদীয়ার চাকদহ ব্লকের চাঁদুড়ীয়া ১ নং গ্রাম পঞ্চায়েতের মনসা পোতার বুড়িমা তলার সম্মুখে রাজ্য সড়কে এখন মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে। প্রত্যেকদিন কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়ক। প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে পথ চলতি সাধারণ মানুষ। হেলদোল নেই প্রশাসনের। যার কারণে ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষেরা। তাদের দাবি নিকাশি ব্যবস্থা ঠিক না হওয়ার কারণে পিচের রাস্তার মাঝেই সামান্য বৃষ্টিতেই জমে যায় জল আর তার ফলেই ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা, এই পথ দিয়েই জাতীয় সড়ক এড়িয়ে খুব সহজে কল্যাণীতে পৌঁছানো যায় কিন্তু বছরের অধিকাংশ সময় রাস্তা খারাপ হওয়ার কারণে মাঝেমধ্যেই ঘুরছে দুর্ঘটনা বিশেষত রাতে পর্যাপ্ত আলো না থাকার কারণে আরো ভয়াবহ পরিস্থিতি। অথচ এই পথ দিয়েই বিভিন্ন জনপ্রতিনিধি সরকারি আধিকারিক পুলিশ প্রশাসন সকলেই যাতায়াত করেন কিন্তু এ নিয়ে মাথাব্যথা নেই কারোর।
যদিও পঞ্চায়েত প্রধান জানিয়েছেন জেলা পরিষদ থেকে এই রাস্তা মঞ্জুর হয়ে গেছে, শীঘ্রই কাজ শুরু হবে বলে আশ্বস্ত করেন তিনি তবে অসুবিধার বিষয়ে এলাকাবাসীদের সাথে একমত তিনিও, কারণ হিসেবে তিনি বলেন গ্যাসের পাইপ বসাতে গিয়ে এ রাস্তাটি আরও ক্ষতিগ্রস্ত হয়েছিলো।