শীতকালে পূজিত হচ্ছেন দেবী দুর্গা, অকালে দূর্গা পুজোকে কেন্দ্র করে নদীয়ার ফুলিয়ায় সাজ সাজ রব, ফুলিয়া বসাকবাড়ির দূর্গা পুজোকে কেন্দ্র করে নতুন করে আবারও দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা সকলে
মলয় দে নদীয়া:-
আনুমানিক ৯০ বছর থেকে হয়ে আসছে নদীয়ার শান্তিপুর ফুলিয়ার বসাক বাড়ির কাত্যায়নী পুজো। দূর্গা পুজোর মতোই আনন্দে মেতে ওঠে বাড়ির ৮ থেকে আশি সকলেই। বৃন্দাবনে গোপীনরা কৃষ্ণ লাভের আশায় কাত্যায়নি ব্রত করে। তার পরই কৃষ্ণ মথুরা থেকে বৃন্দাবনে এসেছিলেন। সেই নিয়ম কে মান্যতা দিয়েই এই কাত্যায়নি পুজো। তবে পরিবারের প্রবীণ সদস্য শান্তি রঞ্জন বসাক জানান, তার পিতা পুত্র লাভের আশায় এই পুজো শুরু করেন। তারপর তার জন্ম হয়। শুধু তাই নয় এই পুজো করে বাড়ির অনেকেরই পুত্র সন্তান লাভ হয়েছে। যদিও ব্রিটিশ শাসন কালে তৎকালীন সময়ের পুজোয় এখনো কোনো ভাটা পড়েনি। বৈষ্ণব মতে আজও চিরাচরিত নিয়ম মেনে চলছে কাত্যায়নি পুজো। বাড়ির মহিলা সদস্যরা এবং ছোট ছোট বাচ্চারাও এই পুজোয় মেতে ওঠে তারা জানান দুর্গাপুজোর পর থেকে তাদের মনে বিশেষ আনন্দ শুরু হয় বাড়িতে মা আবার আসবে। নতুন জামা কাপড় কেনা থেকে সিঁদুর খেলা সবেতেই মেতে ওঠেন বাড়ির মহিলারা। আজও দশমীতে সিঁদুর খেলায় মেতে উঠে তারপরেই দেবীকে কৈলাসের উদ্দেশ্যে বিদায় জানান বসাক বাড়ির সদস্যরা। এই পুজোকে কেন্দ্র করে এলাকাবাসী তথা সারা ফুলিয়া অঞ্চলের মানুষ প্রসাদ গ্রহণ করে তাদের এই বাড়িতে এমনটাই জানান পরিবারের সদস্যরা।