বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুর্শিদাবাদের অশান্ত বেলডাঙ্গা নিয়ে নদীয়ার কৃষ্ণনগরে রাস্তায় বসে দেখালেন বিক্ষোভ
মলয় দে নদীয়া:-
মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বেলেডাঙ্গা আজ বাংলাদেশ নদীয়ার কৃষ্ণনগরে রাস্তায় বসে বিক্ষোভ দেখানোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই কথা জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রসঙ্গত অশান্ত মুর্শিদাবাদের বেলেডাঙ্গা, সেই এলাকা তে যাওয়ার কথা ছিল বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের এ কারণেই আজ সকালে তার কনভয় কৃষ্ণনগর দিয়ে বেলেডাঙ্গার উদ্দেশ্যে যাওয়ার সময় পুলিশ সেই কনভয় আটকে দেয় পরবর্তীতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থক এবং সুকান্ত মজুমদার নিজেও এরপর সুকান্ত মজুমদার যেতে না পারলে রাস্তায় বসে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এর পরবর্তীতে সাংবাদিকদের সামনে রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি জানান প্রশাসন মুর্শিদাবাদ জেলার বি এম এস পি দের সঙ্গে কথা বলতে দিতে নারাজ তারা জানাচ্ছেন সুকান্ত মজুমদার গেলে বেলেডাঙ্গা অশান্ত হবে তাহলে পুলিশ এসকর্ট করে নিয়ে যাক পুলিশ সঙ্গে থাকুক তাতেও রাজি হচ্ছে না পুলিশ প্রশাসন। বেলেডাঙ্গায় মন্দির ভাঙার সময় পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করেছে হাতে বন্দুক কি করতে রাখা হয়েছিল পুলিশের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিয়েতে ফাটানোর জন্য এমনই কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।