ঘাট মালিক কে সাথে নিয়ে সিভিকের দাদাগিরির বিরুদ্ধে অতিষ্ঠ মানুষজনের গন বিক্ষোভে দু’ঘণ্টা অতিক্রান্ত শান্তিপুর থানার বিরাট পুলিশ বাহিনী এসেও উদ্ধার করতে পারছেন না তাদের
মলয় দে নদীয়া :-
মাত্র তিন টাকার জন্যে এক যুবককে হেলমেট দিয়ে মেরে মুখে গুরুতর আঘাত করার অভিযোগ উঠলো এক ফেরিঘাট কর্মচারীর বিরুদ্ধে। ঘটনাটি শান্তিপুর থানার অন্তর্গত মানিক নগর রানার সমবায় ফেরিঘাটে। জানা যায়, এদিন দুপুরে শুভ বসাক নামে এক যুবক নিজের ব্যক্তিগত কাজে কালনা ঘাট থেকে ফেরিতে উঠে মানিক নগর ঘাটে নামেন। ওই ব্যক্তি এর আগেও একাধিক বার ওই রুটে ফেরিতে যাতায়াত করেছেন। তবে বুধবার দিন ঘটে যায় তার সঙ্গে ফেরি কর্মচারীর ধস্তাধস্তি।
যুবকের অভিযোগ এদিন দুপুরে সে মানিকনগর ঘাটে প্রবেশ করলে পরে তার ভাড়া হয় ১৩ টাকা। কিন্তু খুচরো না থাকার কারণে সে বলে বাকি তিন টাকা ফেরার সময় দিয়ে যাবেন। তবে ঘাটে থাকা কর্তব্যরত কর্মচারী তাতে নারাজ হন। এরপর ওই যুবক ২০ টাকার নোট দিলে পরে তাতেও বাকি সাত টাকা ফেরত দিতে রাজি হন না ঘাটের ওই অভিযুক্ত কর্মচারী। এরপর ওই যুবক বলেন তিনি ফেরার সময় বাকি সাত টাকা নিয়ে যাবেন। কিন্তু তাতেও রাজি হয়নি ঘাটের কর্মচারী। বরং বাক বিতন্ডা বাড়তেই থাকে তাদের মধ্যে। এবং পরবর্তী পর্যায়ে যুবক কোনও কটূক্তি করার ফলে যুবকের হাতে থাকা হেলমেট দিয়ে সজোরে আঘাত করেন ওই কর্মচারী। যদিও যুবকের বক্তব্য কুটুক্তি সে ঘাটের ওই কর্মচারীর উদ্দেশ্যে করেনি, পাশে থাকা তার বন্ধুকে করেছেন।
হেলমেটের আঘাতে গুরুতর জখম হয় ওই যুবক। চশমা ভেঙে যায় তার, এমনকি মুখে বেশ খানিকটা কেটেও যায়। এরপরেই আরও উত্তপ্ত হয় এলাকা। এরই মাঝে আরও এক অভিযোগ ওঠে, ঘটনাস্থলে এক অফ ডিউটিতে থাকা সিভিক ভলেন্টিয়ারও এক যুবককে মারধর করেন এবং হুমকি পর্যন্ত দেয়।
এরপরেই পরিস্থিতি সামাল দিতে ঘাট কর্তৃপক্ষ ওই যুবককে সমস্ত ক্ষতিপূরণ দিতে উদ্যোগী হয়। কিন্তু উত্তেজিত মানুষের সংখ্যা কমই বৃদ্ধি হতে থাকে এরপর তারা সিভিক ভলেন্টিয়ার এবং ঘাট মালিককে ঘরে আটকে বিক্ষোভ দেখাতে থাকে, প্রথমে বাঘ আচড়া পুলিশ ফাঁড়ি থেকে পরবর্তীতে শান্তিপুর থানা দু গাড়ি পুলিশ গেলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি দু’ঘণ্টা ধরে চলছে তাদের সঙ্গে কথোপকথন। মানুষ দাবি তুলেছেন অবিলম্বে ঘাট মালিকের ইযারা পত্র ক্যান্সেল এবং ওই সিভিক ভলেন্টিয়ার এর সাসপেন্ড আর এই দুই দাবি লিখিতভাবে পেলে তবেই মিটবে সমস্যা। কারণ এদের দুজনের বিরুদ্ধে টাকা তোলা থেকে মহিলাদের উত্ত্যক্ত করা নানান রকম অভিযোগ রয়েছে অতিতেও।