চাকদা সেবা গ্রাম বিবেকানন্দ সংঘ কালী পুজোয় এবারের থিম পরীর দেশে শ্যামামা।।
নদীয়ার চাকদা সেবা গ্রাম বিবেকানন্দ সংঘের শ্রী শ্রী শ্যামা পূজা র আয়োজন করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এ বছরও তারা ধুমধাম করে শ্যামাপূজা করবে বলেই জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে শ্যামা পূজার খুঁটিপূজো করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিবেকানন্দ সংঘের সমস্ত সদস্য সদস্যা ও সম্পাদক অর্ণব ব্যানার্জি। পুজো কমিটির সম্পাদক অর্ণব ব্যানার্জি জানান এবছর তাদের বিশেষ আকর্ষণ পরির দেশে শ্যামামা।
এছাড়াও পূজোকে উপলক্ষ করে বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের উদ্যোগ নিয়েছে তারা। তিনি আরো জানিয়েছেন তাদের এবারের থিম পরীর দেশের শ্যামা মা দর্শকদের মন জয় করবে।