বিদ্যুতের খুঁটি বিদ্যুৎপৃষ্ঠ হয়ে পুকুরের জলে প্রবাহিত হচ্ছে বিদ্যুৎ! বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়া এবং ঘরে ও দোকান ঘরে জল ঢুকে শোষণীয় অবস্থা নদীয়ার চাদুরিয়া এলাকার
মলয় দে নদীয়া :-
গত তিন দিনের লাগাতার অতিবৃষ্টিতে চাকদা ব্লক সহ চাদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে জল যন্ত্রণায় রয়েছেন মানুষজন। সেখানে বেড়া টালি টিন বাসের তৈরি তিন-চারটি ঘর হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে ক্রমাগত বৃষ্টির জেরে মাটি আলগা হয়ে। বেশ কয়েকটি গাছ ভেঙে পড়ে সাময়িক যাতায়াতের অসুবিধা সৃষ্টি হয়। কয়েকটি ঘর এবং দোকান ঘরে বৃষ্টির জমা জল ঢুকে যায় আর এ সব নিয়েই নাজেহাল সেখানকার বেশ কিছু বাসিন্দা। তবে চরম এই সংকটময় মুহূর্তে পাশে দাঁড়িয়েছে পঞ্চায়েত। ত্রিপল দেওয়া, নির্মাণ কার্যে সহযোগিতা করা ঝড়ে ভেঙে পড়া গাছ দ্রুত সরিয়ে রাস্তা যান চলাচলের উপযোগী করে দেওয়া বিদ্যুৎপৃষ্ঠ হয়ে যাওয়া র ঘটনা স্থানীয় মদনপুর এস এস কে জানিয়ে ব্যবস্থা নেওয়া। স্থানীয় ভিডিওকে বলে ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যবস্থা রাখা এই সমস্ত ব্যবস্থাই পঞ্চায়েতের পক্ষ থেকে রয়েছে বলে দাবি করেন চাদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দলনেতা এবং চাদুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সংগ্রাম গ্রহ ঠাকুরতা। তিনি বলেন এই সংকটময় মুহূর্তে রাজনৈতিক দল মত নির্বিশেষে সকলে মিলে একসাথে বিপদ থেকে উদ্ধার হতে হবে, তবে এই এলাকায় বন্যার কোন সম্ভাবনা না থাকলেও নিচু জায়গাগুলিতে বিশেষ করে পুকুর কিংবা জলাশয়ের পাড়ে বসবাসকারী অনেকেরই বাড়িতে জল ঢুকে যায় তবে সকলে হাতে হাত লাগিয়ে সেই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে।
সার্বিক ভাবে চাকদা ব্লকের রাওতারি জিপি চাকদা শহরের বেশ কিছুটা অংশ জলমগ্ন অবস্থায় রয়েছে।