শান্তিপুরে পেট্রলপাম্পে তেল ভরে টাকা না দিয়ে চলে যাওয়ার সময়,পাম্প কর্মী কে পিষে দিয়ে চলে যাওয়ার ঘটনায়, ঘাতক গাড়ি সহ ৪ জন কে তিন দিনের মধ্যে গ্রেফতার করল পুলিশ
মলয় দে নদীয়া:-
ফের বড়োসড়ো সাফল্য রানাঘাট পুলিশ জেলার। নদীয়ার শান্তিপুর কোন্দখোলা পেট্রল পাম্পে তেল ভরে টাকা না দিয়ে পাম্প কর্মীকে পিষে দেওয়ার ঘটনায় ঘাতক গাড়ি এবং অভিযুক্ত ড্রাইভার, মালিক সহ ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। এদিন নদীয়ার শান্তিপুর থানায় সাংবাদিক বৈঠক করে জানালেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ। এদিন সাংবাদিক বৈঠক করে তিনি জানান, ৩ দিনের মধ্যে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। ঘাতক গাড়ি সহ অভিযুক্তরা দ. ২৪ পরগনা জেলার হাঁসনাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে ধৃত দের নাম প্রকাশ করেননি রানাঘাটের পুলিশ সুপার কুমার সানি রাজ। তিনি জানান টিআই প্যারেড এর জন্য নাম জানান হলো না। আজ অভিযুক্ত দের সরাসরি আদালতে তোলা হবে । সেখানেই টিআই প্যারেড সংগঠিত করা হবে। তারপর ধৃতদের পুলিশ হেফাজত চেয়ে আদালতের কাছে আর্জি জানান হবে। তবে এই ঘাতক গাড়ি এবং অভিযুক্ত দের গ্রফতার করতে যথেষ্টই বেগ পেতে হয়েছে বলে জানান পুলিশ সুপার কুমার সানি রাজ। তবে পুলিশ সুপার জানান, ধৃত ব্যক্তিরা তাঁদের এলাকায় অনেক অসামাজিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত বলে পুলিশ সূত্রে খবর।