আর জি কর কান্ড নিয়ে আবার পথে নেমে কালো পোশাক পরে ব্ল্যাক দে পালন নদীয়ার কল্যাণীর বাসিন্দা দের

আর জি কর কান্ড নিয়ে আবার পথে নেমে কালো পোশাক পরে ব্ল্যাক দে পালন নদীয়ার কল্যাণীর বাসিন্দা দের

মলয় দে নদীয়া :-
আরজি করের ঘটনার বিচার চেয়ে কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে কল্যাণী নাগরিকদের প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। কালো পোশাক পরে ব্লাক ডে পালন করলো কল্যাণীর নাগরিকরা । এদিন সন্ধ্যায় কল্যাণীর সেন্ট্রাল পার্ক থেকে কালো পোশাক পরে একেবারে অরাজনৈতিক ভাবে ব্ল্যাক ডে পালনের মাধ্যমে আর জি কর কাণ্ডে দোষীদের স্বাস্তি চেয়ে প্রতিবাদে সামিল হল কল্যাণীর সুশীল সমাজ। তাঁদের দাবি আর জি কর কাণ্ডে সাড়া বিশ্বের মনে আঘাত হানা হয়েছে তাই আজ ২১ এ আগস্ট দিনটিকে সাড়া বিশ্ব ব্ল্যাক ডে হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সেই উদ্যোগ কে মান্যতা দিয়েই আজকের এই ব্ল্যাক ডে পালন এবং প্রতিবাদ মিছিল। প্রতিবাদীরা আরও জানান সমাজ থেকে এই ধর্ষণ, খুন নামক ব্যাধি গুলোর নির্মূল হোক। সুস্থ সামাজিক সমাজ হোক।এদিন কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে এই মিছিল বেরিয়ে, কল্যাণী আই টি আই মোড় হয়ে পৌরসভার সামনে দিয়ে আবার সেন্ট্রাল পার্কেই গিয়ে শেষ হয়।