রাস্তা সংস্কারের কাজ চলছে। ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে রাস্তার কাজ। রাস্তার কাজ শুরু হলেও, কাজ চলছে ঢিলে গতিতে। পুরনো রাস্তা খুঁড়ে রেখে দেওয়া হয়েছে। সেই রাস্তা দিয়ে বড় বড় গাড়ি গেলেই ওরে ধুলো। ধুলোয় জর্জরিত এলাকাবাসী। রাস্তার পাশে ব্যবসায়ীদের ব্যবসা করতে হচ্ছে সমস্যা। প্রতিদিনের ধুলোয় শ্বাসকষ্ট শুরু হয়েছে স্থানীয়দের। বারংবার সংশ্লিষ্ট প্রশাসন এবং কন্ট্রাক্টরকে জানিও কোন লাভ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে আজ সকাল থেকে হরিণঘাটা ব্লকের ফতেপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন ফতেপুর হাই স্কুলের সামনে হরিণঘাটা বনগাঁ ৩৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করলো স্থানীয়রা। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ ঘটনাস্থলে না আসবে ততক্ষণ অবরোধ চলবে। তাদের দাবি এই রাস্তার কাজ শেষ না হওয়া পর্যন্ত বেহাল রাস্তায় দুবেলা জল দিতে হবে। পাশাপাশি যত দ্রুত সম্ভব রাস্তা সংস্কারের কাজ শেষ করতে হবে। সংশ্লিষ্ট প্রশাসন তাদের এই দাবি পূরণ করার প্রতিশ্রুতি না দেবা পর্যন্ত তাদের এই অবরোধ চলবে। হরিণঘাটা বনগাঁ ৩৫ নম্বর রাজ্য সড়ক অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে হরিণঘাটা বনগাঁ ৩৫ নম্বর রাজ্য সড়কে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে হরিণঘাটা থানার পুলিশ। আন্দোলন কারীদের দাবি শোনার পর দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে পুলিশ প্রশাসনের প্রতিশ্রুতি মেলায় ঘন্টা খানি অবরোধ চলার পর অবরোধ তুলে নেন স্থানীয়রা। তবে তাদের দাবি প্রতিশ্রুতি পূরণ না হলে আগামীতে ফের তারা আন্দোলনের নামবে এবং রাস্তা অবরোধের পথ বেছে নেবে।