বসন্ত উৎসবে মাতল কচিকাঁচারা

বসন্ত উৎসবে মাতল কচিকাঁচারা

হরিশ্চন্দ্রপুর,২৩ মার্চ:
বসন্ত কথাটি শুনলেই ফুলের ঘ্রাণ এসে দোলা দেয় মনে।মনে হয় ফুলেলময় দিনের কথা।আজ শনিবার হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা বিবেকানন্দ শিশু অঙ্গন
নার্সারী স্কুলের কচিকাঁচাদের নিয়ে সাড়ম্বরে পালিত হল বসন্ত উৎসব।নাচ, গান ও কবিতা পাঠের মধ্য দিয়ে পালিত হলো এই উৎসব।স্থানীয় বাসিন্দা সহ অভিভাবকেরা এই বসন্ত উৎসবের আনন্দ উপভোগ করার জন্য কচিকাঁচাদের কে সঙ্গে নিয়ে আসে।স্কুলের কচিকাঁচাদের সঙ্গে শিক্ষক শিক্ষিকারাও আবির খেলায় মেতে ওঠে।