ভর্তি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস চুরির অভিযোগে কল্যাণী থেকে গ্রেফতার এক

ভর্তি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস চুরির অভিযোগে কল্যাণী থেকে গ্রেফতার এক

গ্রাহকদের বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছবার আগেই সিলিন্ডার থেকে গ্যাস চুরির অভিযোগে সিলিন্ডার ভর্তি একটি গাড়ি আটক করলো ডিসটিক ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও গয়েশপুর পুলিশ ফাঁড়ি।

পুলিশ সূত্রে জানা যায়
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে গয়েশপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঘোড়াগাছা এলাকায় একটি অন্ধকার গলিতে ভর্তি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস চুরি করার সময় ঘটনাস্থলে হানা দেয় পুলিশ। এই হানায় ঘটনাস্থল থেকে ইন্ডিয়ান অয়েল এর লোগো লাগানো ছয় চাকার একটি ফুল পাঞ্জাব লরি ও লরিতে থাকা ৩০৬ টি গ্যাস সিলিন্ডার সহ চালককে গ্রেপ্তার করে গয়েশপুর পুলিশ ফাঁড়ির সঙ্গে ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির থেকে উদ্ধার হয় ভর্তি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস চুরি করার একটি অত্যাধুনিক যন্ত্র। গ্রেপ্তার হওয়া চালক আনুমানিক বছর ৪৯ এর মোশারফ মন্ডল ঘোড়াগাছার বাসিন্দা। পুলিশি জেরায় মোশারফ শিকার করেন সে তার বাড়ির খালি সিলিন্ডারে তার গাড়িতে থাকা ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস চুরি করছিলেন। আরো জানা যায় ওই গাড়ির ভর্তি ৩০৬ টি সিলিন্ডারের মধ্যে ১৫ টি সিলিন্ডারের সিল খুলে গ্যাস চুরি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হওয়া চালককে শনিবার পাঠানো হলো কল্যাণী মহকুমা আদালতে।
এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা? এই ঘটনা কত দিন যাবত চলছে? সমগ্র ঘটনার সত্য সন্ধানে তদন্ত নেমেছে পুলিশ।