চাকদহ মনিন্দ্র হাট রাস মন্দির উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত হল রাস উৎসব ২০২৩

৬৮ তম বর্ষে জমজমাট চাকদহ মনিন্দ্র হাট রাস মন্দির উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত রাস উৎসব। ২৭শে নভেম্বর থেকে শুরু হওয়ায় রাশ উৎসব চলবে আগামী 10ই ডিসেম্বর পর্যন্ত। বহু প্রাচীন এই রাস উৎসবে দূর-দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমান হ্রাসের সময়। এই রাশুত সবে ৫৬ প্রহর ব্যাপী অখন্ড হরিনাম সংকীর্তন এর আয়োজন করা হয়েছে।
রাস উৎসবের একজন কর্মী, গোপাল দত্ত জানিয়েছেন এই উৎসবে দিবারাত্র সাধারণ মানুষের জন্য ভোগের আয়োজন করা হয়েছে। অসংখ্য মানুষের সমাগম হয়। এবছর এইরাশ উৎসবে রাসলীলা পরিবেশন করবে কালীনারায়নপুরের মা অন্নপূর্ণা সম্প্রদায়।
এ বিষয়ে এই রাস উৎসবের সাথে জড়িত নিমাই মন্ডল জানিয়েছেন মনিন্দ্র হাট ও সমস্ত ব্যবসায়ীদের উদ্যোগে এই রাস উৎসবের আয়োজন করা হয়। এ বছর এই উৎসব ৬৮ তম বর্ষে পদার্পণ করেছে।
তিনি আরো জানান সমস্ত ব্যবসায়ীরা এই রাস উৎসবে আর্থিকভাবে সাহায্য করেন। যাদের সহযোগিতায় এই রাস উৎসব আরও বৃহত্তর হয়ে উঠেছে। এবছর মনিন্দ্র হাট ও রাস উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত এই উৎসবে সাধারণ ভক্তদের উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে।