সোমবার সকালে মুর্শিদাবাদের ডোমকল থানার ভাতসালা এলাকায় বাসের সঙ্গে টোটোর ধাক্কায় মৃত্যু হল দুজনের। ঘটনায় জখম হয়েছেন আরো ৫ জন । যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর জখম অবস্থায় পাঁচজনকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসা জন্য ।
জানা গিয়েছে, কলকাতা থেকে বাসটি বিজেপি কর্মীদের নামাতে বকশীপুরের দিকে যাচ্ছিল। অন্যদিক থেকে আসছিল টোটো। মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যায় দুজন। আহতদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসটিকে ভাঙচুর করে স্থানীয় বাসিন্দারা।
যদিও এখনও পর্যন্ত মৃতদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ প্রশাসন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।