গতকাল ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। গান্ধী মূর্তির পাদদেশ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একত্রিত হয়ে লড়াইয়ের ডাক দেন ছাত্র সমাজকে। ঠিক তার ২৪ ঘন্টা কাটতে না কাটতে পরের দিন অর্থাৎ আজ তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে কল্যাণী গর্ভমেন্ট আইটিআই কলেজে। আজ কল্যাণী গর্ভমেন্ট আইটিআই কলেজ উত্তাল হল ছাত্র ছাত্রীদের বিক্ষোভে। এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে অবৈধভাবে ভর্তি করানোর অভিযোগ তুলেছে। গতকাল রাত থেকে দূর দূরান্ত থেকে আসা ছাত্রছাত্রীরা লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল আজকে ভর্তি হওয়ার জন্য। কিন্তু গন্ডগোল বাঁধে কলেজের ফোর্থ ক্লাস কর্মচারীর জন্য। তিনি এসে ছাত্রদের হুমকি দিয়ে বলেন কোন সরকারি আইন নোটিশ মানা হবে না। বেয়াদবি করলে পুলিশে দিয়ে আটক করার হুমকিও দেন বলে অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের এক গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের।
এই অভিযোগে আজ সকাল থেকে অধ্যক্ষকে ঘেরাও করে রেখে অধ্যক্ষের ঘরের ভেতরে চলে বিক্ষোভ। এরই মধ্যে রীতিমতন অধ্যক্ষের সামনেই বৈদ্যবাটি থেকে ভর্তি হতে আসা এক ছাত্রকে মারমুখী হয়ে ওঠে অধ্যক্ষের ঘরে বিক্ষোভ দেখানো ছাত্র ছাত্রীরা। এদিন ভর্তি হতে আসা একাধিক ছাত্র-ছাত্রীদের ভর্তিতে বাধা দেওয়ার অভিযোগ আন্দোলনকারী তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীর বিরুদ্ধে। আন্দোলনকারী তৃণমূল ছাত্র পরিষদের পুষ্টির ছাত্রদের দাবি গতকাল রাত থেকে লাইনে দাঁড়িয়েছে বহু ছাত্র-ছাত্রী লাইন হিসেবে ভর্তির প্রক্রিয়া চালু করতে হবে। যদিও তৃণমূল ছাত্র পরিষদের অপরগোষ্ঠী ছাত্রদের দাবি মার্কশিটে নাম্বারের গ্রেট হিসেবে ভর্তি নিতে হবে ছাত্র-ছাত্রীদের। একে অপরগোষ্ঠীর বিরুদ্ধে সোচ্চার হয়। তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী কোন্দল স্পষ্ট ধরা পড়ে আমাদের ক্যামেরায়। আন্দোলনের জেরে ব্যাহত হয় ভর্তির প্রক্রিয়া। সর্বশেষ পাওয়া খবরে জানা যায় আজকের মতন ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে এই গন্ডগোলের জেরে। এ বিষয়ে হতভম্ব হয়ে যায় কলেজের অধ্যক্ষ। সংবাদমাধ্যমের সামনে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তিনি। সফ জানিয়েছেন ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে তিনি যা জানাবার লিখিত আকারে জানাবেন।