বেআইনি জবরদখল উচ্ছেদ করতে গিয়ে দীঘায় ধুন্ধুমার পরিস্থিতি
দীঘায় বেআইনিভাবে গজিয়ে ওঠা নির্নীয়মান হোটেল ভাঙতে গিয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মন্দারমনিতে চারটি হোটেলে চলল বুলডোজার। হোটেল ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে বিডিও ও পুলিশ প্রশাসন। উল্লেখ্য আজ মন্দার মনিতে গজিয়ে ওঠা চারটি হোটেলে বুলডোজার চালায় পৌরসভা। অভিযোগ ছিল যে সেই চারটি হোটেল নাকি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে কিন্তু হোটেল ভাঙতে গিয়েই কার্যত প্রশাসন স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন। চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিশাল পুলিশ বাহিনী নামাতে বাধ্য হয় প্রশাসন। কার্যত লাঠিচার্জ করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় মন্দারমনিতে।