ফের রক্তাক্ত কোচবিহারের দিনহাটা। ভোট মিটে গেল এখন অব্যাহত ভোট পরবর্তী সন্ত্রাস। কোচবিহারের দিনহাটায় বিজেপি কর্মীদের ছুরি দিয়ে কোপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জানা গেছে, শনিবার সন্ধেয় দিনহাটা ২ নম্বর ব্লকের চৌধুরীহাটে বিজেপির ওই অঞ্চলের আহ্বায়কের বাড়িতে বৈঠক চলছিল। অভিযোগ, বৈঠক চলাকালীন বিজেপি নেতা, কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত ২৫-৩০ জন দুষ্কৃতী। ছুরি দিয়ে এলোপাথারি কোপানো হয় বলেও বিজেপির অভিযোগ। আর সেই হামলাতেই জখম হয়েছেন বিজেপির চৌধুরীহাট অঞ্চলের আহ্বায়ক সুব্রত দে সরকার ও বিজেপি কর্মী আব্দুল মিয়া। অপরদিকে এই ঘটনাকে বিজেপির গোষ্ঠী কোন্দল বলে দাবি করেছে শাসক দল। ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের দিনহাটা।