পঞ্চায়েত ভোটে দেওয়াল লিখনে থিমের রমরমা

মৌমিতা দেবনাথ

গোটা দেওয়াল জুড়ে কোথাও করমন্ডল এক্সপ্রেস এর দুর্ঘটনার চিত্র কোথাও আবার মর্জিনা আব্দুল্লাহ তো আবার কোথাও কাটুন চরিত্র। ভোটের দেওয়াল লিখনে এমনই অভিনবত্ব ধরা পরল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঘাটালে।বঙ্গ জুড়ে এই মুহূর্তে ভোটের আবহ। দরজায় যেহেতু পঞ্চায়েত ভোট সেই কারণে চলছে দেওয়াল লিখন এর রমরমা। কিন্তু দেওয়াল লিখনে অভিনবত্ব থাকবে না তা কি হয়, ঘাটালের দেওয়াল লিখনে দেখতে পাওয়া গেল থীমের রমরমা। কোথাও আঁকা হয়েছে করমন্ডল এক্সপ্রেস এর দুর্ঘটনার চিত্র তো কোথাও আবার মর্জিনা আব্দুলহা এছাড়া বিভিন্ন ধরনের কার্টুন চরিত্র তো আছেই। কোথাও আবার ব্যঙ্গ করে লেখা হয়েছে দেওয়াল। তৃণমূলের তরফে দাবী করা হচ্ছে যে দেশে বিজেপি যে অরাজকতার সৃষ্টি করেছে সেই জিনিসটাই তুলে ধরা হয়েছে।। যদিও বিজেপির তরফে তৃণমূলকে কটাক্ষ করে বলা হয়েছে যে তৃণমূল দলটাই এখন তার কাছে পরিণত হয়েছে। তবে সাধারণ মানুষ কিন্তু এই দেওয়াল লিখন গুলি বেশ উপভোগ করছেন।